টাঙ্গাইলের সখিপুরে অভিযানে মাদক সেবনের ৬০ ঘর ধ্বংস

টাঙ্গাইলের সখিপুরে ঐতিহ্যবাহী ফাইলা পাগলা মেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের ৬০টি ঘর ধ্বংস করা হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা যায়, প্রশাসন কর্তৃক মেলার অনুমতি না নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু সন্ন্যাসীরা মাদক বিক্রির এবং সেবনের প্রায় ৬০টি ছাপড়া ঘর তৈরি করে। ওই ছাপরায় নারী-পুরুষ সম্মিলিতভাবে মাদক সেবন করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে প্রাথমিক সত্যটা পেলে ওই ৬০ টি ছাপরা ঘর ধ্বংস করা হয়।
ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ফাইলা পাগলার মেলায় মাদক দ্রব্য অভিযানে মাদক বিক্রি ও সেবনের আশ্রিত প্রায় ৬০টি ছাপরা ধ্বংস করা হয়েছে। ছাপরা ঘরে মেলায় আগত উঠতি বয়সের যুবক ছেলেরা গাজা ক্রয় করে ওই ঘরের মধ্যে বসেই সেবন করতো। এ অভিযান চলমান থাকবে। (ঢাকা টাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন