লক্ষ্মীপুরে ৩৫ কেজি জাটকা জব্দ

ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে লক্ষ্মীপুরে জাটকা বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা মৎস্য বিভাগ।
এ সময় মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩৫ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়াও বিভিন্ন বরফকল ও বেশ কয়েকটি মাছঘাটে অভিযান চালিয়ে জাটকা জব্দ করে তারা।
শনিবার বিকাল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত চর রমনী মোহন ইউনিয়নের চর রমণী এলাকা ও মজুচৌধুরী হাটে চলে এ অভিযান।
তবে কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত ৩৫ কেজি জাটকা স্থানীয় দুটি এতিমখানার দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে লক্ষ্মীপুর মৎস্য বিভাগের মেরিন অফিসার আব্দুর রহিম ও অফিসের দায়িত্বরত শাওন উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারওয়ারজ্জামান।
বলেন ইলিশ রক্ষায় এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জাটকা বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। বেশ কিছু জাটকা জব্দ করা হয়েছে। এসব জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২০জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন