স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা করার আশ্বাস দিলেন এমপি সাইফুল

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এমন আশ্বাস দেন তিনি।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, বর্তমানে সভার উপজেলার সরকারি হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট রয়েছে। বৃহৎ জনগোষ্ঠীর এই অঞ্চলে জনগণের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে হাসপাতালটিকে ১০০ সজ্জার করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য সাইফুল ইসলামকে দেয়া হয় বিশেষ সংবর্ধনা। এ সময় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমূল হুদা, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন