উৎসবই আমার কাছে জীবনের দর্শন: অ্যান্ডি আদনান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ২১:০২| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২১:০৪
অ- অ+

বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে ব্যস্ত সময় পার করছেন তরুণ নির্মাতা অ্যান্ডি আদনান। তার কাজের ব্যস্ততা, বিজ্ঞাপন নির্মাণ সংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন ঢাকা টাইমসের সঙ্গে। প্রতিবেদক: কী নিয়ে বর্তমান ব্যস্ততা?

অ্যান্ডি আদনান: কাজ নিয়ে। আমরা প্রতিটি মানুষই ব্যস্ত। তবে আমার আমার ব্যস্ততা নানামুখী। একটা বিজ্ঞাপণের কাজ সম্পূর্ণ করে সপ্তাহ খানেক আগেই সাবমিট করলাম। সামনে আরও কয়েকটি চলছে। এটা আমার প্রথম প্রায়োরিটি। দ্বিতীয়ত, আমি ভ্রমণ পিপাসু মানুষ। হুটহাট ট্যুর করে ফেলা আমার সাথে সবসময়ই ঘটে। এটাও আমার ব্যস্ততার অংশ (হাসি)।

প্রতিবেদক: বিজ্ঞাপন নির্মাণের শুরুর গল্পটা-

অ্যান্ডি আদনান: ২০১৪ সালে দেশের বাইরে যাওয়ার আগে আমি তিন বছর নাটকের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে ২০১৬ তে দেশে এসে নাটক নির্মাণ শুরু করি। নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, মেগা সিরিয়ালও বানিয়েছি। কোভিডের পরে আস্তে আস্তে বিজ্ঞাপনের দিকে আগ্রহ জন্মালো। এখন নিয়মিতই বানাচ্ছি বিজ্ঞাপন।

প্রতিবেদক: বিজ্ঞাপনের বর্তমান বাজার ও প্রতিযোগিতা কেমন বলে মনে করেন?

অ্যান্ডি আদনান: সকল সেক্টরেই প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়, যখন নাটক বানিয়েছি তখনও প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা নিয়ে না ভেবে আমি শুধু আমার কাজ নিয়েই ভাবতে চাই। বাজার সম্পর্কে বললে- গত কিছু বছর ধরেই তো পৃথিবী অস্থির। কোভিড এর মতো এত বড় ধাক্কার পরে আবার যুদ্ধ-বিগ্রহ লেগেই আছে। এসবের প্রভাব অবশ্যই পড়েছে বিজ্ঞাপন বাজারেও। অনেক ক্ষেত্রেই বাজেট কমে গেছে আগের থেকে। তার সাথে মানও। কিন্তু পরিবর্তনশীল পৃথিবীতে এভাবে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই।

প্রতিবেদক: আমরা জানি প্রত্যেক পরিচালকের আলাদা একটি দর্শন আছে। আপনার দর্শন নিয়ে বলা যাবে?

অ্যান্ডি আদনান: ডিরেক্টর বলেই তার দর্শন থাকবে কথাটি আংশিক সত্য। আমার মনে হয় প্রত্যেকটি মানুষই আলাদা আলাদা দর্শন নিচে বাঁচে। আমি এনজয় (উপভোগ) করতে ভালোবাসি। আমি আনন্দে থাকতে ভালোবাসি। উৎসবই আমার কাছে জীবনের দর্শন। স্বল্প সময়ের এই জীবনে কতটাই বা পাল্লা করবেন, যুদ্ধ করবেন? নেপোলিয়নের শেষটা কিংবা হিটলারের পরিণতি কি? বরং অহিংস পথে শান্তি খোঁজাই শ্রেয়।

প্রতিবেদক: অন্য প্রসঙ্গ! আজ আপনার জন্মদিন। শুভ জন্মদিন! অনেক শুভেচ্ছা আপনাকে। এদিন কি করতে পছন্দ করেন?

অ্যান্ডি আদনান: জীবনের হিসাব-নিকাশ করার মতো দুঃসাহস নেই। তবুও একা, নির্জনতায়, দূরে কোথাও বসে পাওয়া-না পাওয়া মেলাবার চেষ্টা করি। আর এক ঘনিষ্ট বৃত্তে আড্ডা দেওয়ার চেষ্টা করি।

প্রতিবেদক: বিয়ের বসন্ত আসছে কবে?

অ্যান্ডি আদনান: না আসলে কি ভীষণই ক্ষতি? একটি গণ্ডিতে আটকে পড়ার আনন্দ-দুঃখ দুটোই আছে। কেউ শিকার হয়েই কিন্তু আনন্দ খুঁজবে। আবার কেউ ছুটতেই থাকবে। এখনও ক্লান্ত মনে হচ্ছে না নিজেকে।

প্রতিবেদক: নাটকে আপনার যে গল্পগুলো দেখি, তা দেখে অনেকেই রোমাঞ্চিত বা প্রেমে পড়তে চাইতেই পারে... আপনার বেলায় এমন কিছু ঘটেনি বলতে চাইছেন?

অ্যান্ডি আদনান: কিছু কথাতো নিজেরই থাকে, আজও না হয় থাক! একটি ভবঘুরে জীবন আমাকে বাঁচিয়ে রাখে বলতে পারেন।

প্রতিবেদক: বিজ্ঞাপন নির্মাণে গল্প কতটা গুরুত্ব পেয়ে থাকে?

অ্যান্ডি আদনান: অবশ্যই গল্পই বিজ্ঞাপনের সব। প্রপার গল্প পণ্যটিকে কনজুমারের কাছে পৌঁছে দেয়। আমার কাজগুলো খেয়াল করে দেখবেন, সব কাজেই গল্পকে সবার আগে প্রাধান্য দেই।

প্রতিবেদক: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি বলতেন-

অ্যান্ডি আদনান: ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই চলচ্চিত্র নির্মাণ। চলচ্চিত্রের বাজারে সুদিন ফিরে আসছে। স্ক্রিপ্ট লিখছি ইনশাআল্লাহ সামনের বছরে চলচ্চিত্র নির্মাণ কাজ শুরু করবো।

প্রতিবেদক: আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ঢাকা টাইমসের পক্ষ থেকে ধন্যবাদ।

অ্যান্ডি আদনান: আপনাকে এবং ঢাকা টাইমস পরিবারকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা