পদত্যাগের ঘটনায় সাইমনকে একহাত নিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ বললেন…

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৩৬

অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি পদত্যাগপত্রও জমা দিয়েছেন। এই ঘটনা নিয়ে এবার সাইমনকে একহাত নিলেন সমিতির বর্তমান সভাপতি খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সাইমনের পদত্যাগ নিয়ে বড় প্রশ্ন তুলেছেন ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই নায়ক। তার কথা, ‘সাইমন শুধু শিল্পী সমিতিকে দোষারোপ কেন করছে? বাকি সংগঠনগুলো নিয়েও কথা বলুক। আগেও যখন সিনেমা আমদানি হয়েছে, তখন সাইমন চুপ ছিল। এখন নিজের সিনেমার বেলায় প্রতিবাদী হয়ে উঠেছে। এটা তো ভালো দেখায় না।’

ইলিয়াস কাঞ্চন জানান, ‘আমি কয়েক দিন ঢাকায় ছিলাম না। শুটিংয়ের জন্য আউটডোর যেতে হয়েছিল। শুনলাম সাইমন পদত্যাগ চেয়েছে।’

সাইমনের দিকে অভিযোগের তীর ছুড়ে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পর সবচেয়ে গুরুত্বপর্ণ পদ সহ-সাধারণ সম্পাদক। সাইমন নিজে কেন অন্যান্য সংগঠনকে নিয়ে প্রতিবাদ করেনি?’ তার দাবি, ‘১৯ সংগঠন মিলে চলচ্চিত্রের যেকোনো সিদ্ধান্ত নেওয়া হয়।’

এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেছেন, ‘সাইমনের অভিযোগ সঠিক নয়। ‘হুব্বা’ মুক্তিতে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। সিনেমাটি এসেছে সাফটা চুক্তির মাধ্যমে, আমদানি নীতিতে নয়। সাফটা চুক্তি হয় বাণিজ্য মন্ত্রণালয় ও প্রযোজক অ্যাসোসিয়েশনের মধ্যে।’

নিপুণের দাবি, ‘আমরা যখন শুনেছি দেশি দুই সিনেমার সঙ্গে ‘হুব্বা’ মুক্তি পেতে যাচ্ছে, আমরা ১৯ সংগঠন জরুরি বৈঠক ডেকেছিলাম। কাঞ্চন ভাই ‘হুব্বা’ মুক্তির বিপক্ষে ছিলেন। সেটা মানেননি আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। অনেকটা পেশিশক্তির জোরে তিনি সিনেমাটি মুক্তি দিয়েছেন।’

নিপুণ আরও বলেন, ‘এ ঘটনায় প্রযোজক সমিতিও ক্ষোভ প্রকাশ করেছে। সমিতির সাবেক সভাপতি ও ১৯ সংগঠনের আহ্বায়ক খোরশেদ আলম খসরু এরই মধ্যে প্রযোজক সমিতি থেকে আব্দুল আজিজের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সর্বসম্মতিক্রমে। তাহলে সাইমন হঠাৎ পদত্যাগ করতে চাচ্ছে কেন? এটা অন্য কারও ইশারায় নয়তো!’

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সাইমন সাদিক অভিনীত ‘শেষ বাজী এবং পরীমনি ও ডি এ তায়েবের ‘কাগজের বউ’। দুটিই দেশীয় সিনেমা। এর সঙ্গে একই দিনে সাফটা চুক্তির আওতায় মুক্তি পায় কলকাতার সিনেমা ‘হুব্বা’। যেটির মূল ভূমিকায় বাংলাদেশের মোশাররফ করিম।

এই বিষয়টিই মানতে পারেননি চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, ‘নিয়ম না মেনে দেশি দুই সিনেমার সঙ্গে একই দিনে বিদেশি আরেকটি সিনেমা মুক্তি পাওয়ায় আমাদের চলচ্চিত্রের ক্ষতি হয়েছে। আমদানি করা সিনেমাটি দেশের বেশির ভাগ হল পাওয়ায় দেশি সিনেমা দুটি হল সংকটে পড়েছে।’

সাইমনের দাবি, এই ঘটনায় শিল্পী সমিতি নীরব। সে কারণে তিনি সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। সে লক্ষ্যে গত শনিবার তিনি সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনা নিয়ে চলচ্চিত্রপাড়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখন শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :