টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:২৫
অ- অ+

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায় পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সেনাসদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং খন্দকার আবুল কালাম (৪২) দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

জানা যায়, বুধবার সকালে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ীর রেল ব্রিজের কাছ থেকে সেনাসদস্য ফখরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের জন‌্য যাচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন‌্যদিকে টাঙ্গাইলের ঘারিন্দার পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে খন্দকার আবুল কালাম (৪২) নামে এক ব‌্যক্তি নিহত হয়েছেন।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা