টেকনাফে তুচ্ছ ঘটনায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৭
অ- অ+

কক্সবাজারের টেকনাফের সাবরাং পেন্ডেলপাড়া এলাকায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন। এ ঘটনায় লাশ উদ্ধার ও জনতার সহায়তায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড পেন্ডেলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুহাম্মদ শাহ আলম (২৮)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডেলপাড়া এলাকায় পাশাপাশি বসতঘরে বসবাস করে আসছিলেন পরস্পর শালা-দুলাভাই। কিছুদিন আগে ঘাতক জাফর আহমদের স্ত্রী লায়লা বেগম ছুরিকাঘাতে নিহত শাহ আলমের স্ত্রীকে ২ কেজি চাল ধার দেন।

বুধবার সকালে জাফর আহমদের স্ত্রী শাহ আলমের স্ত্রীর কাছে সেই ২ কেজি চাল ফেরত চায়। চাল দেওয়া না দেওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ আলম এবং জাফর আহমদ নিজ নিজ ঘর থেকে বের হয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। প্রথমে শাহ আলম জাফর আহমেদকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে জাফর আহমদ দৌড়ে ঘর থেকে একটি ছুরি এনে শাহ আলমের পেটে মারেন। এসময় শাহ আলম রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

তাৎক্ষণিক পরিবারের লোকজন শাহ আলমকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। এ ঘটনায় জনতার সহায়তায় জড়িত ঘাতক জাফর আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা