শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ২১:৩২| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২২:২৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে নয়নপুর এলাকায় বিপুল পরিমাণে জনবল নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় সে জমিতে চারা রোপণ করে বনায়ন করা হয়।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে বনভূমি উদ্ধারের কাজ ।

আদালত সূত্রে জানা যায়, শ্রীপুর রেঞ্জের ৪ নম্বর ধনুয়া মৌজার এস এ খতিয়ান ৭১ এস এ দাগ ১৭৭৩ আর এস খতিয়ান ১১২৭ আর এস দাগ ৬৯৪৫ বেশ কিছু বনের জমি দখল হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩.৮ একর বনের জমি উদ্ধার হয়।

যার বর্তমান বাজার মূল্য ৫০ কোটি টাকা। বুধবার সকাল ৮টা থেকে বিপুল পরিমাণ লোকজন নিয়ে জমিতে উদ্ধার অভিযান চালানো হয়। এতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দশটি দোকান, দুটি থাকার ঘর ও আরও অন্যান্য স্থাপনা।

আরও জানা যায়,গত কয়েকদিন ধরেই জমি দখল করে চারপাশে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখার চেষ্টা করছিল একটি চক্র। কয়েকবার বাধা দিলেও কর্ণপাত করেনি দখলদাররা। সর্বশেষ টিনের বেড়া উচ্ছেদ করে জমিটি দখলে নিয়েছে শ্রীপুর রেঞ্জ অফিস কর্তৃপক্ষ। বেশ কয়েকমাস আগেও একই জমিতে দেওয়া টিনের বেড়া ভেঙে দিয়েছিল বন বিভাগের কর্মীরা।

বন বিভাগের শ্রীপুর রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান বলেন, জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানে শ্রীপুর থানাপুলিশ সহযোগিতা করে। দখলকারীদদের কাউকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা