বেশি মুনাফার লোভ কমিয়ে মানুষের সেবা করার আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪১
অ- অ+

বেশি মুনাফার লোভ কমিয়ে মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি দ্রব্যমূল্যের দাম সহনশীল পর্যায়ে রেখে এ আহ্বান জানান।

বৃহষ্পতিবার বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রী হওয়ায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৩ আসন থেকে সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নির্বাচিত হওযায় তাদেরকেও নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। নওগাঁ জেলা নাগরিক সমাজের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যর দাম সহনশীল পর্যায়ে রাখার কথা বলেছেন। এজন্য মজুতদাররা যেন মজুদ করতে না পারে বা কোনো ব্যক্তি সিন্ডিকেট করে বেশি মুনাফা লাভের আশায় জনগণকে কষ্ট না দেয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে। এখনও একটি মহল ষড়যন্ত্র করেই যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিকে না বলে দেশটাকে ভালোবেসে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক সমাজের সভাপতি ডা. মো. আশেক হোসেনের সভপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ- ৫ আসন এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ- ৩ আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা