শ্রীপুরে অটোরিকশা উল্টে প্রাণ গেল শিশুর

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা উল্টে রুমান ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার লিচু বাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমান জামালপুর জেলার সদর থানার সুনতিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে বাবা-মার সঙ্গে কয়েকমাস ধরে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার লিচু বাগানের খলিল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
নিহতের স্বজনদের বরাত দিয়ে বাড়ির মালিক খলিল মিয়া জানান, গত ২ মাস ধরে পরিবারের লোকজন নিয়ে আমার বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করে নিহত শিশুর বাবা নাজিম উদ্দিন। বাড়ির পাশেই রাস্তা থাকায় মাঝেমধ্যেই শিশুরা খেলাধুলা করে। শুক্রবার সকালের দিকে নানির সাথে ওই রাস্তায় যায় রুমান। দ্রুতগতির অটোরিকশার সামনে পড়ে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে রুমান। এসময় অটোরিকশা উল্টে তার ওপর পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয় রুমান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ নিয়ে জামালপুর চলে যায়।
দুর্ঘটনা শিশু মৃত্যুর ঘটনা পুলিশ কেস হলেও পুলিশকে না জানিয়ে লাশ দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়েও কারও বক্তব্য পাওয়া যায়নি। পরে কর্তব্যরত চিকিৎসকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে এমন খবর কিছুক্ষণ আগে একজন ফোনে জানিয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন