গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

গাজীপুর সদরের মেট্রো থানার কলের বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় আইয়ুব আলী (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা বাইপাস মহাসড়কের কলেরবাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী গাজীপুর জেলার সদর মেট্রো থানার দাক্ষিণ খান এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায, শুক্রবার দুপুর ১১টার দিকে আইয়ুব আলী ওই এলাকার ঢাকা বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মিরের বাজারগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম জানান ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন