বিনা নোটিশে চাকরিচ্যুত করায় মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

দীর্ঘদিন বেতন-ভাতা না দেওয়ায় মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। গার্মেন্টস শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন না দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করেছে মালিকপক্ষ। এমনকি গার্মেন্টস তালা মেরে বন্ধ করে দিয়েছে মালিক। এ নিয়ে বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে গার্মেন্টস শ্রমিকদের মাঝে।
শনিবার সকালে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
পরে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে মিরপুর থানা পুলিশ এসে শ্রমিকদের সেই গার্মেন্টসের দিকে নিয়ে যেতে দেখা যায়।
গার্মেন্টস শ্রমিক আছিয়া বেগম ঢাকা টাইমসকে বলেন, আমাদের দুই মাসের বেতন না দিয়ে বেবি শপের মালিক বিনা নোটিশে গার্মেন্টসের ফটকে তালা মেরে দিয়েছে। আমাদের বেতন না দিয়ে এরকমের কাজের শাস্তিমূলক ব্যবস্থা করতে প্রশাসনের কাছে অনুরোধ করছি।
আরেকজন গার্মেন্টস কর্মী কামাল মিয়া ঢাকা টাইমসকে বলেন, যেখানে বেতনের খবর নাই সেখানে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। দেশে কি বিচার ব্যবস্থা নাই মনে করেছে। গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অপরাধ আরও বাড়তেই থাকবে।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ এমএইচ/এসএম)

মন্তব্য করুন