ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:১৬ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:১৩

বাংলাদেশের একজন খ্যাতিমান রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পশ্চিম বাংলায়ও তিনি বেশ জনপ্রিয়। গুণী সেই শিল্পী এবার ভারত থেকে পাচ্ছেন দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কার।

গত বৃহস্পতিবার চলতি বছরের ‘পদ্মশ্রী’ প্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইদিন সুখবরটি রেজওয়ানা চৌধুরী বন্যাকেও জানানো হয়। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ সম্মান গোটা বাংলাদেশের। ‘পদ্মশ্রী’ পাওয়ায় একজন শিল্পী হিসেবে আমি গর্বিত।’

এ বছর ১১০ জনকে ‘পদ্মশ্রী’ সম্মাননা দেবে ভারত সরকার। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। এ বছর ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’- গানটির রচয়িতা পশ্চিমবাংলার বীরভূমের বাসিন্দা রতন কাহারও।

৮৮ বছর বয়সী এই সংগীতশিল্পীকে গত বৃহস্পতিবার বিকালে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার বিষয়টি জানানো হয়। ১৯৭২ সালে ‘বড় লোকের বেটি লো’ শিরোনামের গানটি লিখেছিলেন রতন কাহার।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :