মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ মাসের জেল 

পিরোজপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ২৩:১৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। পরে মরা মুরগিগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়।

অভিযুক্ত মোস্তফা উপজেলার আন্ধার মানিক মহল্লার হাবিবুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরনো মাছ বাজার সংলগ্ন মুরগির দোকোনে অভিযান চালিয়ে বেশ কিছুু মরা মুরগি জব্দ করা হয়।

এ সময় অভিযুক্ত ব্যবসায়ী মোস্তফা অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :