ইন্টান্যাশনাল উর্দু স্কলার অ্যাসোসিয়েশন-বাংলাদেশের কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ২৩:৪২

ইন্টারন্যাশনাল গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইয়াং উর্দু স্কলার অ্যাসোসিয়েশন এর বাংলাদেশ শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রববানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. হুসাইনুল বান্না।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সাহিত্যপ্রেমী ও গবেষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

এ ছাড়াও, কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রশিদ আহমদ (ঢাবি) ও অধ্যাপক ড. মো: নাসির উদ্দীন (রাবি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাসরীব ইবরাহীম মাহিন, গবেষণা সম্পাদক হিসেবে মো: মশিউর রহমান, সাহিত্য সম্পাদক হিসেবে শামীমা নাসরীন, প্রচার সম্পাদক হিসেবে রফিক উদ্দিন এবং সদস্য হিসবে মোছা: আলপনা আক্তার, মাসুমা রহমান জ্যোতি ও শাশ্বত হক নির্বাচিত হয়েছেন।

গবেষণাকর্মকে উদ্বুদ্ধ করা, গবেষকদেরকে সহায়তা করা, গবেষণা বিস্তারকল্পে সেমিনার আয়োজন করা ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে আইওয়াইইউএসএ-এর এই নতুন পদযাত্রা।

বাংলাদেশ শাখার শুভ উদ্বোধনকালে অধ্যাপক ড. জাফর আহমদ ভূইয়া বলেন, আশা করি এ সংস্থা বাংলাদেশেও গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে উর্দু বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়াবে।

উল্লেখ্য, বাংলা, উর্দু সাহিত্যসহ বিশ্ব সাহিত্য নিয়ে কাজ করবে এ সংস্থাটি। সংস্থাটির সদর দফতর ভারতে হলেও জার্মানী, কানাডা, কাতারসহ বিভিন্ন দেশে এর কার্যক্রম চালু আছে। ‘আদব নুমা’ ব্যানারে নিয়মিত ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করে থাকে এ সংস্থা। বিভিন্ন স্থানে ইতোমধ্যে ১০৮টি সেমিনারে আয়োজন করেছে এ সংস্থা।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ সোমবার বন্ধ, খোলা প্রাথমিক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :