বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন করার পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতির পিতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

পুনরায় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় এই শ্রদ্ধা জানান তিনি। গতকাল দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়ে। সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

এরপর পুনঃনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাইমুম সরওয়ার কমল ও নজরুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজ নির্বাচনি এলাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :