রাজধানীতে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ৬৩ জন গ্রেপ্তার: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭
অ- অ+

রাজধানীতে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় । এসময় চাঁদাবাজির লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেছেন, সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির কারণে অনেক পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও পাইকার ব্যবসায়ীরাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত। শীতে ভরা মৌসুমেও সাধারণ ক্রেতা ন্যায্য দামে সবজিসহ নিত্য পণ্য কিনতে পারছেন না। এসবই চাঁদাবাজিতে দাম বৃদ্ধির কারণে। এ ব্যাপারে আগে থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল র‍্যাবের গোয়েন্দা টিম ও বিভিন্ন ব্যাটালিয়নের একাধিক টিম।

গতরাতে সুনির্দিষ্ট অভিযোগের তথ্যপ্রমাণের ভিত্তিতে সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে মোট ৬৩ চাঁদাবাজকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে র‍্যাব-৩ ব্যাটালিয়ন ৩৯ জনকে, র‍্যাব-২ ও র‍্যাব-৪ ১২ জন করে ২৪ জনকে গ্রেপ্তার করে। এসময় চাঁদাবাজির প্রায় এক লক্ষাধিক টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা