বিপিএল: আজ থেকে শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬

১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের দশম আসর এখন পুনরায় ঢাকায় চলে এসেছে। শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা। প্রথম পর্বের মতো এবারেও মিরপুরে থাকবে ৪ ম্যাচডে। প্রতি দিনে থাকছে ২টি করে ম্যাচ।

সিলেট পর্বের পর বেশ অনেকটাই জমে উঠেছে বিপিএল। ব্যাপক রদবদলের পর বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। দুর্দান্ত ফর্মে থাকা খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গিয়েছে কিছুটা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ফিরে আসার কক্ষপথে। ফরচুন বরিশাল আর দুর্দান্ত ঢাকাও নিজেদের ফিরে পেতে মরিয়া।

ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে খেলবে দুর্দান্ত ঢাকা এবং রংপুর রাইডার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। দিনের এই ম্যাচ প্লে-অফের জন্য লড়াই জমিয়ে দিতে পারে অনেকখানি। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। আর সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ৬টায়।

১৯-২৩ জানুয়ারি ঢাকা পর্বে অনুষ্টিত হয় ৮ টি ম্যাচ। যেখানে ২ ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে খুলনা টাইগার্স। এরপর ৩ ম্যাচ খেলে দুইটিতে জয় ও একটিতে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে জায়গা করে নেয় বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই ম্যাচে একটিতে জয় ও একম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করে সাকিবের রংপুর।

সাকিবের রংপুরের মতো দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চারে জায়গা হয় রাজধানীর দল দুর্দান্ত ঢাকার। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো তিন ম্যাচ খেললেও মাত্র একম্যাচে জয় ও বাকি দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পায় তামিমের বরিশাল। যার ফলে তারা টেবিলের ষষ্ঠ স্থানে জায়গা পায়। আর গত আসরের রানারআপ সিলেট স্ট্রাইকার্স দুই ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়ায় পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করে।

ঢাকা পর্ব শেষে গত ২৬ জানুয়ারি থেকে শুরু হয় বিপিএলের সিলেট পর্ব, আর শেষ হয় ৩ ফেব্রুয়ারি। এই রাউন্ডে বড় রদবদল হয়েছে পয়েন্ট টেবিলে। ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা খুলনা টাইগার্সকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে সাকিবের রংপুর। ঢাকা পর্বে দুই ম্যাচে একটিতে জয় ও একম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করা রংপুর সিলেটে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে। যার ফলে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা খুলনা টাইগার্স সিলেটে তিন ম্যাচ খেলে দুইটিতে জয়ও একটিতে হারের তিক্ত স্বাদ পায়। যার ফলে ৫ ম্যাচে ৪ জয় নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। খুলনার সমানসংখ্যক ৬ ম্যাচে ৪ জয় নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুই থেকে নেমে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে বন্দরনগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করা গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সিলেট পর্ব শেষে ৫ ম্যাচে তিন জয় ও ২ পরাজয় নিয়ে একধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে।

টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করা তামিমের বরিশাল সিলেট পর্ব শেষে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ পরাজয় নিয়ে বর্তমানে একধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে।

সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে বড় অবনতি হয়েছে রাজধানীর দল দুর্দান্ত ঢাকার। চার নাম্বারে অবস্থান করা ঢাকা সিলেট পর্ব শেষে সোজা নেমে গিয়েছে ছয় নাম্বারে। ৫ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচেই জয় পেয়েছে তারা, হারের তিক্ত স্বাদ পেয়েছে বাকি চার ম্যাচেই।

মাঠ বদল হলেও ভাগ্য বদল হয়নি মাশরাফির সিলেটের। টানা হারে ক্ষত-বিক্ষত সিলেট সবার চেয়ে বেশি ৭ ম্যাচ খেলে ফেলেছে ইতোমধ্যে। কিন্তু ৭ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচেই জয় পেয়েছে সিলেট। যার ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই অবস্থান করছে তারা।

(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :