বিমানবাহিনীর পোশাক পরে চুমু খেয়ে বিপাকে হৃত্বিক-দীপিকারা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬
অ- অ+

অ্যাভারেজের তকমা পেয়েছে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন জুটির প্রথম সিনেমা ‘ফাইটার’। ২৫০ কোটি টাকা খরচা করে বানানো এই সিনেমা এখন পর্যন্ত আয় করেছে ৩০০ কোটি টাকা। যা মোটামোটি সন্তোষজনক। তারই মাঝে সিনেমার একটি চুমুর দৃশ্যে নিয়ে উঠেছে বিতর্ক।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ নানা বিতর্কে আগেই জড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে, মুক্তি পায়নি। এবার সিনেমাটিতে থাকা হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের চুমুর দৃশ্য নিয়ে আপত্তি তুলে নির্মাতাদের নোটিশ পাঠালেন ভারতীয় বিমানবাহিনীর এক সদস্য।

‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়ার চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। একই টিমে মিনি রাঠোর চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন। সিনেমায় তাদের ব্যক্তিগত জীবনের কথা থেকে পেশাগত জীবনের নানা দিক উঠে এসেছে। সেখানে ভারতীয় বিমানবাহিনীর পোশাকে হৃত্বিক ও দীপিকার একটি চুমুর দৃশ্যও আছে।

ভারতীয় বিমানবাহিনীর ওই সদস্যের মতে, এ দৃশ্যের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর গৌরব ক্ষুণ্ন হয়েছে। তাই এই সিনেমার প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদিও এ ব্যাপারে ‘ফাইটার’ টিমের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা