গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

গজারিয়া( মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২১
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারের অপর এক যাত্রী।

বুধবার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম (৫০) তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে।

আহত প্রাইভেটকার যাত্রীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আসলে চালক প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার টি উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, নিহতের লাশ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের রূপ দেওয়ার ব্যর্থ চেষ্টা তরুণীর!
ফিরোজার পথে খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা