রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৭
অ- অ+

রাজধানীর এলিফ্যান্ট রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আইয়ুব আলী জানান, আমাদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার ক্ষিরকাঠি গ্রামে। বর্তমানে হাজারীবাগের গজমহল রোডে ভাড়া থাকি। আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে ইউসুফ ছিল সবার ছোট। সে এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানের কর্মচারী ছিল। গতকাল রাতে মেয়ের কলেজের বেতন দেওয়ার জন্য দোকানে বেতন আনতে গিয়েছিল ইউসুফ। পথে এলিফ্যান্ট রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন মাজহারুল হক
আইপিএল: দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস
জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক
চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা