রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৭৮ পিস ইয়াবা, ৩৪৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল, ১২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
এসব বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসএম)

মন্তব্য করুন