এক মানসিক প্রতিবন্ধী ১ মাস ৫ দিন ধরে নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১০| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯
অ- অ+

ঝিনাইদহ সদর থানার হুয়াইল গ্রামের তহুরুল ইসলাম (৬৩) একজন মানসিক রোগী। তিনি ১ মাস ৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তার বাবার নাম মৃত ছলিমউদ্দিন বিশ্বাস। তহুরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (৩৭) সোমবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই ডায়েরিতে জানান তার বাবা তহুরুল ইসলাম একজন মানসিক রোগী। মাঝেমধ্যে ইচ্ছামতো হাট-বাজারে ঘুরে বেড়াতেন। আবার বাড়িতে ফিরে আসতেন। এই অবস্থায় গত ৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এমনকি কোনো আত্মীয়স্বজনদের বাড়িতেও যাননি। বহু খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে। সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় অবহিত করার আহ্বান জানিয়েছেন। তার গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, চুল/দাড়ি/গোঁফ পাকা। শারীরিক গঠন স্বাভাবিক, গায়ে আর্মি কোট ও পরনে চেক লুঙ্গি। তিনি ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় কথা বলেন। ঝিনাইদহ সদর থানার জিডি নং- ৯৯৬। যোগাযোগের জন্য মো. রবিউল ইসলাম, মোবাইল নং-০১৯১৮-৯৫৪৬৯৮।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা