চুমু খাওয়াতে আমিই সেরা, দাবি ইমরান হাশমির

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০
অ- অ+

বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির সিনেমা মানেই ছেলে-মেয়েদের কাছে এক অতি গোপন বিষয়। বড়দের সঙ্গে তো একেবারেই দেখা যাবে না। লুকিয়ে দেখতে হবে। কেন? সিনেমা ভর্তি চুমুর দৃশ্য, ঘনিষ্ঠ মুহূর্ত। ইমরানের অভিনয়, লুকস এবং চুমুর পারদর্শিতা দিয়ে বহু দর্শকের মন জিতেছেন।

এবার সেই বিষয়টা নিয়ে নিজে কী বললেন?

ইমরান হাশমিকে আগামীতে করণ জোহর প্রযোজিত সিরিজ শোটাইমে দেখা যাবে। তার চরিত্রটি ধূসর বর্ণের। সদ্যই প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের টিজার। সেখানেই একটি মজার কথোপকথনে যোগ দিতে দেখা যায় মৌনি রায়, ইমরান হাশমি, শ্রিয়া শরণ প্রমুখকে।

এই ইভেন্টে করণ জোহর ইমরান হাশমিকে জিজ্ঞেস করেন তার বিষয়ে এমন কোনো গুজব আছে, যা তিনি নস্যাৎ করতে চান। এর উত্তরে অভিনেতা বলেন, ‘সবাই ভাবে আমি ভালো চুমু খাই। কিন্তু আমি শুধু ভালো চুমু খাই না, এই দৃশ্যে আমিই সেরা।’ এই উত্তর শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

শোটাইম সিরিজে ইমরান হাশমি

এই সিরিজে অভিনেতাকে একজন প্রযোজকের ভূমিকায় দেখা যাবে। ইমরান হাশমির স্ত্রীর ভুমিকায় আছেন মৌনি রায়। যিনি ভীষণ গ্ল্যামারাস। আছেন নাসিরউদ্দিন শাহও। তাকে দেখা যাবে একটি ফিল্ম স্টুডিওর কর্ণধার হিসেবে। আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজটি।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা