কুসিক উপনির্বাচন: ৪ হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫২| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩
অ- অ+

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ১৩ ফেব্রুয়ারি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আজ মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে জনেরই মনোনয়ন বৈধ হয়।

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটিতে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ইভিএমে ভোটগ্রহণ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা