গাজীপুরে চোরাই মালামালসহ ৪ চোর আটক

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৮
অ- অ+

গাজীপুরের পূবাইলে মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল মোবাইল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পুবাইল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে রুবেল ভুঁইয়া (৩৫), সিরাজগঞ্জ সদর থানার খোলাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে উজ্জ্বল (৩৩), জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকার চর এলাকার মুসলিম (৩০) জামালপুর এলাকার আব্বাস আলীর ছেলে সজীব ( ১৯)

পুলিশ জানায় গত ২৫ জানুয়ারি রাতে মেঘডুবি এলাকার মৃত বিল্লাল হোসেনের বাড়িতে চোর চক্রের সদস্য কৌশলে বাড়িতে চুরিরর ঘটনা ঘটে। ঘটনায় বাড়ির কর্তা পুবাইল থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে সংঘবদ্ধ চোর চক্রটিকে আটক করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা