পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭
অ- অ+

নেত্রকোণার মদনে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা দিতে যাওয়ার সময় হ্যান্ডট্রলির চাপায় লাকি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মদন-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লাকি দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরীক্ষায় নিতে সকালে বাড়ি থেকে বের হন। পথে সুজন বাজার এলাকায় পল্লিবিদ্যুতের পিলার পরিবহনকারী একটি হ্যান্ডট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে লাকিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

মরদেহ হাসপাতালে রাখা আছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন পল্লিবিদ্যুতের জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান বলেন, নেত্রকোণার জেলা সদর থেকে পিলারগুলো খালিয়াজুরী নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

আরকে (ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, প্রতিভরি ১৫৬৯৯৬ টাকা
স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে বাংলাদেশের পতাকা দিয়ে শুভেচ্ছা
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা