পোশাকশ্রমিক রায়হান একুশ এলে হয়ে ওঠেন একুশ প্রেমিক ব্যবসায়ী

আহম্মেদ মুন্নী, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯
অ- অ+

২১ ফেব্রয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১০ মিনিট। হনহন করে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেট থেকে দৌড়ে এগোচ্ছেন এক অর্ধবয়সী পুরুষ। হাত ভর্তি কাগজের তৈরি জাতীয় পতাকা। আরেক হাতের কনুইয়ে ঝুলছে অমর একুশে ফেব্রয়ারি লেখা হেয়ার ব্যান্ড। বাম হাত নেড়ে নেড়ে দৃষ্টি আকষণের চেষ্টা করছেন জাতীয় শহীদ মিনারে শহীদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষদের।

কাছে গিয়ে গণমাধ্যম কর্মী পরিচয় দিতেই হাসিমুখে নাম জানালেন রায়হান মিয়া, বয়স তার ৫৫ বছর। পেশায় একজন পোশাক শ্রমিক হলেও ২১ ফ্রেব্রয়ারি এলে দেশ প্রেমের টানে তিনি অমর একুশের পতাকা ও ব্যাচ বিক্রি করেন।

শুধুমাত্র মাতৃভাষা দিবস এলেই তিনি এই ব্যবসাটা করেন এবং একদম ন্যায্য দামে দেশপ্রেমিক ক্রেতাদের কাছে বিক্রি করেন।

প্রতিটি পতাকা বিক্রি করেন ১০ টাকা করে। এছাড়া ব্যাচ, ক্যাপ ও কাপড়ের তৈরি হেয়ার ব্যান্ডের দামও ১০ টাকা।

রায়হান বলেন, 'ছোট ছোট বাচ্চাগো কাছে মা বাপ পতাকা কিনা দেয়। হেরা আনন্দে শহীদ মিনারে যায় দেখতে ভালো লাগে। এই ভালা লাগা দেখতে প্রতিবছরই আসি আমি।'

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরসরাইয়ের নিষিদ্ধ ট্রেইল মেলখুমে দুই পর্যটকের মৃত্যু, আহত ৩
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, স্ত্রী আটক— চোরাকারবারি পলাতক
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা