যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় কাউন্টার ম্যানেজার নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক পরিবহনকর্মী নিহত হয়েছেন। তিনি বনফুল বাস কাউন্টারে ম্যানেজার ছিলেন।
বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবুলের সহকর্মী সুমন খান বলেন, যাত্রাবাড়ীর ডিপো থেকে বনফুল পরিবহনের একটি বাস ঢাকার বাইরে ছেড়ে যাচ্ছিল। তখন সেতু ডিলাক্স পরিবহন নামের একটি বাস ডিপোতে প্রবেশের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রাকিবুল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাকিবুলের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
রাকিবুল হাসানের বাড়ি বরিশালের উজিরপুর। তিনি ডেমরার সানারপাড়ে থাকতেন। তবে তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি উজিরপুরের ডহরপাড়ায় থাকেন।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এসআইএস)

মন্তব্য করুন