যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় কাউন্টার ম্যানেজার নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫২| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৭
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক পরিবহনকর্মী নিহত হয়েছেন। তিনি বনফুল বাস কাউন্টারে ম্যানেজার ছিলেন।

বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবুলের সহকর্মী সুমন খান বলেন, যাত্রাবাড়ীর ডিপো থেকে বনফুল পরিবহনের একটি বাস ঢাকার বাইরে ছেড়ে যাচ্ছিল। তখন সেতু ডিলাক্স পরিবহন নামের একটি বাস ডিপোতে প্রবেশের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রাকিবুল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাকিবুলের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

রাকিবুল হাসানের বাড়ি বরিশালের উজিরপুর। তিনি ডেমরার সানারপাড়ে থাকতেন। তবে তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি উজিরপুরের ডহরপাড়ায় থাকেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ট্রাফিক আইন ভেঙে পুলিশের সঙ্গে বিতণ্ডা, যুবদল কর্মী গ্রেপ্তার
ওয়ারীতে বিপুল দেশি-বিদেশি জাল নোটসহ গ্রেপ্তার দুই, সরঞ্জাম উদ্ধার
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত ও উপসচিব দিদারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা