পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টা, আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭
অ- অ+

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টাকালে জহিরুল ইসলাম ওরফে কানা জহির নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি চেষ্টাকালে কানা জহিরকে আটক করা হয়।

সে মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।

জানা যায়, পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা যাত্রীদের দেহ তল্লাশি করছিল ছদ্মবেশী ৭ ডাকাত। এ সময় প্রকৃত পুলিশ সদস্যদের টহল গাড়ি ঘটনাস্থলে থামলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় কানা জহিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যায়। আটক কানা জহির ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক আল মামুন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা