‘বাহান্নর আগ থেকেই ভাষা নিয়ে কথা-বার্তা শুরু’

​​​​​​​ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০
অ- অ+

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ . . . আবুবকর সিদ্দীক বলেছেন, ‘ভাষা আন্দোলনকে আমরা অনেকে শুধু বাহান্নর মধ্যে সীমাবদ্ধ করি। আসলে তো তা নয়। বাহান্নর আরও আগ থেকেই শুরু হয়েছে ভাষা নিয়ে কথা-বার্তা।

বুধবার সকালে দারুননাজাত একাডেমিতে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ 'শিক্ষার্থীর শিক্ষা নৈতিক উন্নয়নে অভিভাবকের ভূমিকাশীর্ষক সেমিনারে মন্তব্য করেন তিনি।

. . . আবুবকর সিদ্দীক বলেন, ‘খুদে শিক্ষার্থীদের সামনে যদি . মুহম্মদ শহীদুল্লাহর ছবি নিয়ে আসা যেত, যদি প্রিন্সিপ্যাল আবুল কাশেমকে নিয়ে আসা যেত, নূরুল হক ভূঁইয়ার ছবি যদি থাকতো এবং অধ্যাপক আবদুল গফুরের ছবি যদি স্ক্রিনে ভেসে উঠতো তাহলে শিক্ষার্থীরা নতুন কিছু শিখতো, একুশ সম্পর্কে জানতো। আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে আমরা এসব পারি না। তবে চেষ্টা করা উচিৎ। আমরা আশা করি, দারুননাজাত একাডেমি সেই কাজটা করবে।

দারুননাজাত একাডেমির সেক্রেটারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বি এম ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘আমরা চাই আনন্দের সঙ্গে শিক্ষার্থীরা লেখাপড়া করুক। সবাইকে ফার্স্ট হতে হবে এমন কথা নেই। এখন যদি ভালো করে শেখে তাহলেই সে মানুষ হবে। তবে রুটিন ফলো করতে হবে।

ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শিশুদের অধিক সময় দিতে হবে। আমাদের নিজেদের সন্তানদেরকে ভালো মানুষ হওয়ার ট্রেনিং দিতে হবে। অভিভাবক ছাড়া কখনো সন্তান মানুষ হয় না। ছাত্রকে মানুষ করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকের ভূমিকা অপরিহার্য।’ -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে এগিয়ে যেতে চায়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা