ওপারে আবার গোলাগুলি, বিকট শব্দে কাঁপল শাহপরীর দ্বীপ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৩ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০

তিন দিন বন্ধ থাকার পর আবারও বান্দরবানের তুমব্রু ও টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে শুক্রবার হঠাৎ করে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে।

মিয়ানমারের বিদ্রোহীদের লক্ষ্য করে জান্তাবাহিনীর হেলিকাপ্টার থেকে এসব গুলি ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে আতঙ্ক তৈরি হয়েছে এপারে।

গুলির শব্দে ক্ষেতে কাজ করা কৃষক ও দিনমজুররা দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরেছেন। এ অবস্থায় তুমব্রু ও হোয়াইক্যং সীমান্তের বাসিন্দাদের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে উখিয়া সীমান্ত এখনও শান্ত রয়েছে বলে জানা গেছে।

এদিকে মিয়ানমারের আরকান রাজ্য শিগগিরই জান্তাবাহিনী থেকে মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। গত ২০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে তারা।

তথ্যমতে, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের চৌকিগুলো বিদ্রোহীদের দখলে যাওয়ায় জান্তাবাহিনীর সদস্যরা মংডুর দিকে পালিয়েছে। আর বিদ্রোহীরা এসব এলাকা দখলে নিয়ে মংডু শহর দখলে নিতে সেদিকে ছুটছে। এতে সীমান্ত এলাকায় সংঘর্ষ অনেকাংশ কমে আশায় গুলির শব্দ কমছে। ফলে কয়েকদিন ধরে সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কেটে গিয়েছিল। কিন্তু আজ সকাল থেকে হঠাৎ করে থেমে থেমে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এবং টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সীমান্তে আবারও গুলি ও মর্টার শেলের শব্দ শুনতে পায় স্থানীয়রা। ফলে নতুন করে আবারও আতঙ্ক দেখা দিয়েছে তাদের মনে।

স্থানীয়রা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে জান্তাবাহিনী। সেই গুলির শব্দ ভেসে আসে এপারে।

তুমব্রু নদীর ধারে কয়েকজন কৃষকরে সঙ্গে কথা হলে তারা জানান, গুলির শব্দ ভেসে আসার পর আমরা মাঠে ছেড়ে দ্রুত বাড়িতে আশ্রয় নিয়েছি। তবে বিকালের পর আর গুলির শব্দ শুনিনি। তারপরও আমাদের মনে আতঙ্ক রয়ে গেছে। যদি মিয়ানমার সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয় তবে কী করবো তা বুঝতে পারছি না।’

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

তিন সমন্বয়ককে দেখতে ডিবি কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 

কোটা আন্দোলনের তিন সমন্বয়কারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আগামী তিনদিন অফিস চলবে ৯টা থেকে ৩টা ৬ ঘণ্টা

সজল চোখে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ধ্বংসযজ্ঞ দেখলেন প্রধানমন্ত্রী

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত রবিবার

আন্দোলন চলাকালীন এক নেতা নুরকে চার লাখ টাকা দেন: ডিবিপ্রধান

গর্তে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বিচার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের

মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক

এই বিভাগের সব খবর

শিরোনাম :