সোনারগাঁয়ে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস সিলিন্ডারে ভরার সময় বিস্ফোরণ, আহত ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস সিলিন্ডারে ভরার সময় বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃতের নাম আব্দুর রশিদ (৪৭)। তিনি সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের মৃত খালেকের ছেলে। আব্দুর রশিদ ও তার ভাই সহিদুল দীর্ঘদিন ধরে তিতাসের লাইন থেকে প্রাকৃতিক গ্যাস অবৈধভাবে সিলিন্ডারে ভরে সোনারগাঁ, আড়াইহাজার ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে পৌরসভার সাহাপুর কাঠপট্টি এলাকায় অন্যান্য দিনের মতো একই কাজ করছিলেন আব্দুর রশিদ। ওই সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
স্বজনরা বিষয়টি গোপন রাখেন। গা ঢাকা দেন সহিদুল।
এ ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিন বলেন, সকালে রশিদের স্বজনরা একটি অপমৃত্যু রিপোর্ট লেখা কাগজ থানায় জমা দিয়ে গেছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন