সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও ৮ম শ্রেণির পরীক্ষা বাদ দেওয়া হয়েছে: গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩

বড় বড় শিক্ষাবিদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ৮ম শ্রেণির পরীক্ষা বাদ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন গণপূর্তমন্ত্রী . . . উবায়দুল মোকতাদির চৌধুরী।

শনিবার দুপুরে ১৯তম চিনাইর শিশু মেধাবৃত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী হতাশা ব্যক্ত করে বলেন, এখন আর পাবলিক পরীক্ষা নেই। সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা বাদ দিয়েছে তা বোধগম্য নয়।

তিনি মনে করেন, বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতা এবং গ্রামের লোকদের সঙ্গে প্রতিযোগিতায় বড় প্রতিষ্ঠানগুলো হেরে যাওয়ার কারণেই পঞ্চম ৮ম শ্রেণির পরীক্ষা বাদ দেওয়া হয়েছে।

গণপূর্তমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্যই প্রতিবছর চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা তার সহধর্মিণী সাঈদা হুদা।

এসময় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মেধাবৃত্তি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থীর মাঝে লাখ ৪২ হাজার টাকা প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

চাঁদপুর সদরে পুলিশের অভিযান, ৯ বিএনপি নেতা গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো ২ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ

কুমিল্লায় আট মামলায় আসামি ৮ হাজার, গ্রেপ্তার ১৬০

এই বিভাগের সব খবর

শিরোনাম :