জামালপুর মাতালেন ব্যারিস্টার সুমন 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৫| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২২
অ- অ+

সুমন সুমন ধ্বনিতে মুখরিত ছিল জামালপুরের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। জামালপুর পৌরসভা ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এমন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

শনিবার বিকাল ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর পৌরসভা এ ম্যাচটির আয়োজন করে।

এদিন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির খেলা দেখতে দর্শকে পূর্ণ ছিল স্টেডিয়ামের গ্যালারি।

দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন সুমন ভক্তরা। খেলা শুরুর আগে ও খেলা শেষে অনেকে তার সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।

ম্যাচটি শুরু হওয়ার আগে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

পরে উভয় দলের প্লেয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব শেষে ফুটবল ম্যাচটির উদ্বোধন করা হয়।

ম্যাচ চলাকালীন গ্যালারিতে হাজার হাজার দর্শককে ‘সুমন সুমন’ স্লোগান দিতে শোনা যায়।

খেলার প্রথমার্ধে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ১ গোলে পিছিয়ে পড়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলার দ্বিতীয়ার্ধে ১০ নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমন গোল করে নিজ দলকে সমতায় নিয়ে আসেন। শেষ পর্যন্ত ১-১ গোলে খেলা শেষ হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা