বিজিবির পদক সংখ্যা বাড়ল, কী সুবিধা পাবেন স্বীকৃতিপ্রাপ্তরা
বীরত্বপূর্ণ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের পদক দেওয়া হয়। যাকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ও ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম)’ বলা হয়ে থাকে। আগের বছরের ভালো কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। এবছর ৬০ জন পদক পাচ্ছেন- এমন তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেও সম্প্রতি সেই তালিকায় আরও ১২ জনকে যুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪ মার্চ বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) পাচ্ছেন ১২ জন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম) পাচ্ছেন ২৪ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) পাচ্ছেন ১২ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন ২৪ জন। সবমিলিয়ে এবছর ৭২ জনকে পদক দেওয়া হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন।
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন।
‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ যারা পবেন তারা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন।
‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা পাবেন।
জানা গেছে, বিগত বছরগুলোতে পদের সংখ্যা ছিল ৬০টি। এবছর ১২টি বাড়ল। মার্চে প্রধানমন্ত্রী পদকগুলো পরিয়ে দিবেন।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসএস/এফএ)