বিজিবির পদক সংখ্যা বাড়ল, কী সুবিধা পাবেন স্বীকৃতিপ্রাপ্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৭
অ- অ+

বীরত্বপূর্ণ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের পদক দেওয়া হয়। যাকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ও ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম)’ বলা হয়ে থাকে। আগের বছরের ভালো কাজের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। এবছর ৬০ জন পদক পাচ্ছেন- এমন তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেও সম্প্রতি সেই তালিকায় আরও ১২ জনকে যুক্ত করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৪ মার্চ বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) পাচ্ছেন ১২ জন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম) পাচ্ছেন ২৪ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) পাচ্ছেন ১২ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন ২৪ জন। সবমিলিয়ে এবছর ৭২ জনকে পদক দেওয়া হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন।

রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন।

‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ যারা পবেন তারা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন।

‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা পাবেন।

জানা গেছে, বিগত বছরগুলোতে পদের সংখ্যা ছিল ৬০টি। এবছর ১২টি বাড়ল। মার্চে প্রধানমন্ত্রী পদকগুলো পরিয়ে দিবেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে আ.লীগ নেতা মীর লতিফ গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর 
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার, কী মামলা যুব মহিলা লীগের এই নেত্রীর বিরুদ্ধে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা