এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলে ল্যাপটপ উপহারের ঘোষণা
আগামী বছর এসএসসি পরীক্ষায় ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের যেসব পরীক্ষার্থী গোল্ডেন এ প্লাস পাবে, তাদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ উপহার দেওয়া হবে। এ ঘোষণা দিয়েছেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি ও রাজউকের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের সময় তিনি এ ঘোষণ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দ) আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী।
নুরুল ইসলাম বলেন, শিক্ষাখাতের বিনিয়োগ পৃথিবীর সেরা বিনিয়োগ। ব্যবসাখাতে বিনিয়োগ করলে চুরি হতে পারে আবার হারিয়েও যেতে পারে। তবে শিক্ষাখাতের বিনিয়োগ কখনো বিফলে যাবে না।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের শিক্ষার মান উন্নয়নে সব ধরণের ব্যবস্থা করা হবে। বিশেষ করে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রয়োজনে কোচিংয়ের ব্যবস্থা করবো। আর আগামীবার এসএসসি পরীক্ষায় যদি কেউ গোল্ডেন এ প্লাস পায়, তাহলে তাকে ল্যাপটপ উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বালী, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু জাফর মোল্যা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সমাজ সেবক ঈব্রাহিম মৃধা, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ তালুকদার, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যা, যুবলীগ নেতা আবু সায়েম মিয়া, মো. বাদল হোসেন, মাহতাব আলী মৃধা প্রমুখ।
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)
মন্তব্য করুন