ঘাটাইলে পাহাড়ি মাটি কাটায় দুজনের জেল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার সাগরদিঘী এ অভিযান চালানো হয়। এ সময় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।

আটককৃতরা হলেন- সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের জামাল শিকদারের ছেলে মো. উজ্জ্বল শিকদারকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাস কারাদণ্ড ও একই গ্রামের মৃত আব্দুল হামিদদের ছেলে মো. মিন্টু মিয়াকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, সাগসদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জি, ঘাটাইল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান বলেন, পাহাড়ি টিলা কেটে সাবার করে ফেলছে। কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না চক্রটি। তাই মাটি কাটার দায়ে অভিযুক্ত জমির মালিককে ৬ মাস ও আরেকজন মাটি ব্যবসায়ী ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা