ঘাটাইলে পাহাড়ি মাটি কাটায় দুজনের জেল

টাঙ্গাইলের ঘাটাইলে এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার সাগরদিঘী এ অভিযান চালানো হয়। এ সময় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।
আটককৃতরা হলেন- সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের জামাল শিকদারের ছেলে মো. উজ্জ্বল শিকদারকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাস কারাদণ্ড ও একই গ্রামের মৃত আব্দুল হামিদদের ছেলে মো. মিন্টু মিয়াকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, সাগসদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জি, ঘাটাইল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান বলেন, পাহাড়ি টিলা কেটে সাবার করে ফেলছে। কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না চক্রটি। তাই মাটি কাটার দায়ে অভিযুক্ত জমির মালিককে ৬ মাস ও আরেকজন মাটি ব্যবসায়ী ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন