সখিপুরে বাবা হত্যাকারী সেই ছেলে গ্রেপ্তার ​

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৫| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৮
অ- অ+

টাঙ্গাইলের সখিপুরে বাবা হত্যার অভিযুক্ত পলাতক ছেলে ওয়াহেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সখিপুর থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাটাইল উপজেলার সাগরদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত। তিনি জানান, ঘটনার পর থেকে ওয়াহেদকে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় ঘাটাইল পুলিশের সহায়তায় সাগরদিঘি বাজার এলাকা থেকে ওয়াহেদকে গ্রেপ্তার করি

এর আগে গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াহেদ তার বাবাকে নিজ বসতবাড়িতে হত্যা করে গা-ঢাকা দেয়। সে একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, বাবা হত্যায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা