পূবাইলে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৫

গাজীপুর মহানগরীর পূবাইলে বাসের চাপায় হাবিবুর (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর জামালপুর জেলার ইসলামপুর থানার দীঘিরচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। হাবিব পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং তিনি আনোয়ার গ্রুপে চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী বাস ঘটনাস্থলেই মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন৷ বাসটি পূবাইল থানায় জব্দ করা হয়েছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সকালে করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :