দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আটক

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আল-আমিনকে (৩০) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এসময় জাহিদুল ইসলাম (২৭) নামে অপর এক যুবককেও আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আল-আমীন চুকাইবাড়ী ইউনিয়নের বালু গ্রামের আব্দুল হকের ছেলে এবং জাহিদুল ইসলাম একই গ্রামের ফজলুর রহমানের ছেলে। আল-আমীন বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসেবে কর্মরত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবি- এর অফিসার ইনচার্জ সোহেল রানা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আল-আমীন নিজেকে একজন ট্রেন চালক বলে পরিচয় দিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা