এক সেঞ্চুরিতে প্রায় কোটি রুপির গাড়ি উপহার পেলেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫

দিন কয়েক আগেই দ্রুততম ১০ হাজার টি-টোয়েন্টি রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। পাকিস্তানি তারকা চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) উড়ছেন। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জন্মশহর লাহোরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাতে তার দলও পেয়েছে ৮ রানের জয়। আর ম্যাচ জেতানো সেঞ্চুরির কারণে দারুণ সুখবরও পেয়েছেন বাবর।

১৪ চার আর দুই ছক্কায় সাজানো বাবরের সেঞ্চুরিটি স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১তম। গেইলের পর বাবর আজমই দ্বিতীয় ব্যাটার, টি-টোয়েন্টিতে যার সেঞ্চুরি সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করেছে। বিশ্বসেরা এই ব্যাটারের সেঞ্চুরি বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব।

দারুণ ইনিংসটির পর বাবরকে বড় উপহার দিচ্ছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। পাক মেগাস্টারকে (এমজি) ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন জাভেদ আফ্রিদি।

নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) একটি গাড়ির ছবি পোস্ট করে পেশোয়ার জালমির মালিক লিখেছেন, ‘বাবর আজমের জন্য এমজি উপহার। (পাকিস্তানে) সে-ই প্রথম এমসি এসেন্স চালাবে। (গাড়িটি) পাকিস্তানে তৈরি।’

উল্লেখ্য, মরিস গ্যারেজের (এমজি) ‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের গাড়ি উপহার পাচ্ছেন বাবর। পাকিস্তানি মুদ্রায় যার বাজার মূল্য ৮০ লাখ ৯৯ হাজার রুপি। প্রথম দুই ম্যাচ হেরে চলতি পিএসএল শুরু করেছিল বাবরের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। পরের তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়িয়েছে তারা। পয়েন্ট টেবিলের তিনে আছে বাবরের দল।

কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটিয়ে গেছেন বাবর আজম। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্স তিনি চলমান পিএসএল আসরেও ধরে রেখেছেন। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৮২.৫০ গড়ে ৩৩০ রান নিয়ে চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি। দলনেতার এমন পারফরম্যান্সের পর পুরস্কার পেতেই পারেন তিনি!

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :