ঢাকা-১০ আসনকে ১০ এ ১০ করে তুলব: ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৬
অ- অ+

ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ এলাকাগুলো নিয়ে গঠিত ঢাকা-১০ আসনকে ১০ এ ১০ করে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

বুধবার সকালে ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায়’ ধানমন্ডি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়তলা ভিত বিশিষ্ট ছয়তলা নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার পাশেই দেখা মেলে ফেরদৌসের।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এরকম নজির পৃথিবীর আর কোথাও নেই। আজ এই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ফলে স্মার্ট শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে আমরা ঢাকা-১০ আসনকে করে তুলব ১০ এ ১০। আমরা শিক্ষা, সংস্কৃতি, শিল্প সবকিছুকে একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাবো।’

প্রধান অতিথির শেখ ফজলে নূর তাপস সুসংবাদ দিয়ে বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি এলাকার ২২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছেন, ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে তিনি স্মার্ট পর্যায়ে নিয়ে যাবেন। আমাদের স্মার্ট বিদ্যালয় হবে, স্মার্ট শিক্ষার্থী হবে এবং স্মার্ট নাগরিক হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কলাবাগান, মতিঝিলের দিলকুশা, নবাব কাটরা ও শ্যামপুরে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি।’

মেয়র জানান, ‘আগামী দুই-তিন বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন পাবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার-পাঁচতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করে দেওয়া হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান এবং সংরক্ষিত আসনের নারগিস মাহতাবসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এআই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা