চাঁদপুরে এনআরবি ব্যাংকের গ্রাহক সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৫
অ- অ+

‘দুঃসময়, সুসময় ও বন্ধু সবসময়’ এই শ্লোগানে চাঁদপুরে এনআরবি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে বন্ধু এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের সিনিয়র অফিসার আমিনুল হাসান।

এখলাছপুর ইউনিয়ন পরিষদের সচিব জুবায়ের হোসাইনের সভাপতিত্বে ও এখলাছপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের এসিস্ট্যান্ট অফিসার সাব্বির আহমেদ। বক্তব্য রাখেন এখলাছপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম হোসেন প্রধান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন নেতা, এখলাছপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের এক্সিকিউটিভ অফিসার ইয়াছির আরাফাত ও গ্রাহক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আল-আমিন আরাফাত।

বক্তারা বলেন, গ্রাহক সেবাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা যেন সহজে ও নিরাপদে ব্যাংকিং লেনদেন করতে পারেন, সেই জন্যই এনআরবি ব্যাংকের বন্ধু এজেন্ট ব্যাংকিং কাজ করছে। লেনদেনের ক্ষেত্রে নিজে এসে লেনদেন করার চেষ্টা করবেন। লেনদেনের পর অবশ্যই মেশিন প্রিন্টেড স্লিপ বুঝে নিবেন। কোনো অবস্থাতেই হাতে লেখা স্লিপ গ্রহণ করবেন না। তবে আপনার পিন নাম্বার অন্য কারো সঙ্গে শেয়ার করবেন না। এসময় সকলে ব্যাংকিং সেবাকে সহজভাবে নেওয়ার আহ্বান জানানোসহ সম্মিলিত সহযোগিতায় এনআরবি ব্যাংক এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা