বাল্কহেড ডুবির ৪ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৮| আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬
অ- অ+

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে বালুভর্তি একটি বাল্কহেড ডুবির চারদিন পর নবী হোসেন (২১) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মিরসরাই-সীতাকুন্ড এলাকার একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে বাল্কহেড ডুবির ঘটনায় সুকানি আব্দুল মান্নান (৩০) ও ইঞ্জিন মিস্ত্রি আব্দুল হান্নানসহ ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) বালু নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার সময় বাল্কহেডটি ডুবে গিয়ে নবীসহ ৪ জন নিখোঁজ হন।

বৃহস্পতিবার বিকালে নিহত নবীর চাচাতো ভাই মেজবাহ উদ্দিন হৃদয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নবী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বালুরচর গ্রামের ইব্রাহিম বেপারীর ছেলে।

নিখোঁজ সুকানি মান্নান ও মিস্ত্রি হান্নান একই এলাকার আইয়ুব আলীর ছেলে। নিখোঁজ হওয়া অন্য শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি।

মেজবাহ উদ্দিন হৃদয় জানান, নবী, হান্নান ও মান্নান তার চাচাতো ভাই। তারাসহ চট্টগ্রামের একজন ওই বাল্কহেডে ছিলেন। ২৫ ফেব্রুয়ারি বালু নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে তারা রওয়ানা দেয়। পথে বাল্কহেডটি ডুবে গিয়ে তারা ৪ জনই নিখোঁজ হন। অন্য বাল্কহেডের শ্রমিকদের মাধ্যমে ঘটনাটি পরিবারের লোকজন জানতে পারে। এরপর বিভিন্ন মাধ্যমে তাদের খোঁজ নেওয়া হয়।

ঘটনার চারদিন পর বৃহস্পতিবার সকালে মীরসরাই-সীতাকুন্ড এলাকার একটি খাল থেকে নবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হান্নান ও মান্নানসহ ৩ জন এখনো নিখোঁজ রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের ঘৃণ্য-বর্বর হামলার বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
গোপালগঞ্জে পরিস্থিতি ভয়াবহ, ১৪৪ ধারা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা