দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের ঝুট গুদামের আগুন

গাজীপুরের সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় তিনটি ঝুট গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত ৪টার দিকে নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শনিবার দিবাগত মধ্য রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর রাত ৪টা ৭মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/০৩মার্চ/পিএস)

মন্তব্য করুন