বেইলি রোডের ‘নবাবী ভোজ’ ও ‘সুলতানস ডাইন’ সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭:২৯ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ১১:৫১
ফাইল ফটো

রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার বেলা ১১টার পর এ অভিযান চালানো হয়।

অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন।

দুপুরে সুলতান’স ডাইন রেস্টুরেন্টে অভিযানে যায় সংস্থাটি। সেখানে গিয়ে রেস্টুরেন্টটি বন্ধ পায় তারা। সেখানে এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।

অভিযান পরিচালনা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।

সুলতান’স ডাইনের বিষয়ে রাজউকের কর্মকর্তারা বলেন, রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তারা দাবি করেছেন, তাদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনের প্রায় প্রতিটি ফ্লোরে ছিল রেস্টুরেন্ট। অগ্নিকাণ্ডের পরই রাজধানীর বিভিন্ন ভবনে রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে।

এর ধারাবাহিকতায় সোমবার ধানমন্ডি, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অর্ধশত রেস্তোরাঁয় অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পুলিশ।

অভিযানকালে বেশকিছু রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন রেস্তোরাঁর ১৬ জনকে আটক এবং ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে করা কয়েকটি রেস্তোরাঁ, যার মধ্যে রয়েছে ধানমন্ডির টুইন পিক ভবনের রুফটপ রেস্তোরাঁ।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :