মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

​​​​​​​মাদারীপুর প্রতি‌নি‌ধি:
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪, ২৩:১০
অ- অ+

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় তারক পাল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রাস্তি-পুরানবাজার সড়কের আহমদীয়া মাদরাসার সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত তারক পাল (২২) সদর উপজেলার রাস্তি এলাকার বাবু পালের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই করে একটি ট্রাক মাদারীপুর শহরের পুরানবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাস্তি-পুরানবাজার সড়কের আহমদীয়া মাদরাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারক। পরে স্থানীয় লোকজন তারককে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন মোটরসাইকেল আরোহী তারক পাল। পরে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। নিহত তরুণের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা