বিরামপুর সীমান্তে সোনার বারসহ যুবক আটক

​​​​​​​বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ২২:৩৫
অ- অ+

দিনাজপুরের বিরামপুর সীমান্তে চারটি সোনার বারসহ মোস্তাক হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুর ১২টার দিকে বিরামপুর সীমান্তের ঘাসুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তাক হোসেন উপজেলার ঘাসুড়িয়া গ্রামের দবিরুলের ছেলে।

এর আগে গত বুধবার কোটি ১২ লাখ টাকার দশটি সোনার বারসহ মেহেদি হাসান (৩৪) নামের একজনকে আটক করেছিল বিজিবি।

আটককৃত মোস্তাক হোসেন বলেন, বিরামপুর এলাকা থেকে এক ব্যক্তি কাটলা বাজার এলাকায় আমার হাতে চারটি করে সোনার বার দিয়ে দেয়। আমি সোনার বারগুলো ভারতের এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিই। এর বিনিময়ে আমাকে ১০০ করে মোট ৪০০ টাকা দেওয়া হয়। কয়েক মাসের মধ্যে আমি দশবার সোনার বার ভারতে পাঠিয়েছি।

বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার হাবিলদার গোপাল চন্দ্র বলেন, বিরামপুর ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে ওৎ পাতে বিজিবি। পরে মোস্তাককে সন্দেহ করে দেহ তল্লাশি করলে তার শরীরে বিশেষভাবে রাখা চারটি স্বর্ণের বার পাওয়া যায়।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা