বিরামপুর সীমান্তে সোনার বারসহ যুবক আটক

​​​​​​​বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ২২:৩৫
অ- অ+

দিনাজপুরের বিরামপুর সীমান্তে চারটি সোনার বারসহ মোস্তাক হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুর ১২টার দিকে বিরামপুর সীমান্তের ঘাসুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তাক হোসেন উপজেলার ঘাসুড়িয়া গ্রামের দবিরুলের ছেলে।

এর আগে গত বুধবার কোটি ১২ লাখ টাকার দশটি সোনার বারসহ মেহেদি হাসান (৩৪) নামের একজনকে আটক করেছিল বিজিবি।

আটককৃত মোস্তাক হোসেন বলেন, বিরামপুর এলাকা থেকে এক ব্যক্তি কাটলা বাজার এলাকায় আমার হাতে চারটি করে সোনার বার দিয়ে দেয়। আমি সোনার বারগুলো ভারতের এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিই। এর বিনিময়ে আমাকে ১০০ করে মোট ৪০০ টাকা দেওয়া হয়। কয়েক মাসের মধ্যে আমি দশবার সোনার বার ভারতে পাঠিয়েছি।

বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার হাবিলদার গোপাল চন্দ্র বলেন, বিরামপুর ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে ওৎ পাতে বিজিবি। পরে মোস্তাককে সন্দেহ করে দেহ তল্লাশি করলে তার শরীরে বিশেষভাবে রাখা চারটি স্বর্ণের বার পাওয়া যায়।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা