হরিণাকুণ্ডুতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪, ২০:২৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেও বেশি অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১০টার সময় উপজেলার পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

আদদ্বীন ফাউন্ডেশন জাহেদী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রুশোর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি ছিলেন আদ দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মো. মহিউদ্দিন, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথি সকলকে উদ্দেশ্য করে বলেন, ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হরিণাকুণ্ডের সকল জায়গায় পর্যায়ক্রমে হবে। একই সঙ্গে জাহেদী ফাউন্ডেশন আদ দ্বীন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ডায়াবেটিক ফ্রি স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হবে।

এই ক্যাম্পে ১৬ জন ডাক্তার দ্বারা প্রায় ২হাজার ডায়াবেটিস চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/০৯মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :